‘গুরুতর ভুল’ বললেও মুসোলিনির ডক্টরেট ডিগ্রি থাকছে

| রবিবার , ২৬ জুন, ২০২২ at ৬:৪৭ পূর্বাহ্ণ

ইতালির সাবেক একনায়ক বেনিতো মুসোলিনিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রধানকে ‘গুরুতর ভুল’ বলে উল্লেখ করলেও ওই পুরস্কার প্রত্যাহার করে নেয়া হবে না বলে জানিয়েছে সুইজারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়।

দ্য ইউনিভার্সিটি অব লুসান ১৯৩৭ সালে ফ্যাসিবাদী এই নেতাকে ডিগ্রিটি প্রদান করে। মুসোলিনিকে দেওয়া বিতর্কিত এই সম্মান প্রত্যাহার করে নিতে অতীতেও বহুবার লুসান বিশ্ববিদ্যালয়কে আহ্বান জানানো হয়েছে। খবর বিডিনিউজের।

বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিশনের একটি প্যানেল বিষয়টি পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ওই সময়ে মুসোলিনিকে ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত ‘একাডেমিক এবং রাজনৈতিক কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি গুরুতর ভুল ছিল’। গত শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে তারা আরো বলেন, এই উপাধি একটি অপরাধমূলক শাসন ব্যবস্থা এবং তার আদর্শকে বৈধতা দিয়েছে। তবে ওই প্যানেল মুসোলিনির ডিগ্রি প্রত্যাহার করে নেওয়ার পরামর্শ দেয়নি।

এর পক্ষে তাদের ব্যাখ্যা হচ্ছে, যদি এখন ডিগ্রি প্রত্যাহার করে নেওয়া হয় তবে তা ওই সময়ে ডক্টরেট ডিগ্রি দেয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ‘আজকের দিনে তা সংশোধন করে নেওয়া হচ্ছে’, এমন একটি ভুল বার্তা দেবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে বলেছে, আজকে এসে যদি পুরস্কার প্রত্যাহার করা হয় তবে সমালোচকরা এই বিশ্বাসে উপনীত হতে পারেন যে বিশ্ববিদ্যালয় নিজের অতীত মুছে ফেলতে চায়।

পূর্ববর্তী নিবন্ধক্রিকেট আঙিনায় পদ্মা সেতুর আবেগের ঢেউ
পরবর্তী নিবন্ধইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা