চট্টগ্রামের শস্য ভাণ্ডার খ্যাত গুমাই বিল রাঙ্গুনিয়ার ঐতিহ্য বহন করে। এই বিলকে রক্ষা করতে হলে জমি ভরাট করে দালান নির্মাণ বন্ধ করতে হবে। শস্য ভান্ডারটি রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান এ কথা বলেন।
গত ২২ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মারজান হোসাইন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার, রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, মুক্তিযোদ্ধা খায়রুল বশর মুন্সি প্রমুখ। আইন শৃঙ্খলা সভায় বাজার মনিটরিং, কিশোর গ্যাং প্রতিরোধ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, ট্রাফিক ব্যবস্থা ও সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণ নিয়ে আলোচনা হয়।