গুপ্তহত্যার ছক : সাবেক ‘র’ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চার্জশিট

| শনিবার , ১৯ অক্টোবর, ২০২৪ at ১১:১৫ পূর্বাহ্ণ

মার্কিন নাগরিক খালিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে গুপ্তহত্যার ছক কষেছিলেন ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদব। এই অভিযোগে ওই কর্মকর্তার নামে অর্থের বিনিময়ে হত্যা, আর্থিক তছরুপসহ একাধিক মামলা দায়ের ও চার্জশিট দিয়েছে মার্কিন প্রশাসন। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি কার্যালয় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এই ঘোষণা দিয়েছে। খবর আল জাজিরা ও সিবিসির। সিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইএর ‘মোস্ট ওয়ান্টেড লিস্টে’ নাম রয়েছে বিকাশ যাদবের। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং ()-এর সাবেক কর্মকর্তা ৩৯ বছর বয়সী বিকাশ যাদব। বাইডেন প্রশাসনের দাবি, গত বছরের ২২ জুন মার্কিন সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সেই সফরকালে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ছক কষা হয়েছিল। সেই পরিকল্পনায় রএর সাবেক গোয়েন্দা কর্মকর্তার যোগ রয়েছে বলে অভিযোগ এফবিআইয়ের। মার্কিন গোয়েন্দা সংস্থা পক্ষের আইনজীবীর দাবি, এ বিকাশ যাদবকে নিযুক্ত করেছিল ভারতের কেন্দ্রীয় সচিবালয়। পান্নুনকে হত্যার জন্য নিখিল গুপ্তা নামে এক ব্যক্তিকে নিয়োগ করেন বিকাশ।

পূর্ববর্তী নিবন্ধকিম সৈন্যদের বলেছেন দক্ষিণ ‘শত্রু, বিদেশি’ দেশ
পরবর্তী নিবন্ধপাকিস্তানের পাঞ্জাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, জমায়েত নিষিদ্ধ