গুণীদের সম্মান তরুণদের আলোর পথ দেখাবে

হাজী আব্দুল আলী মালুম স্মরণসভায় বক্তারা

| সোমবার , ৪ জানুয়ারি, ২০২১ at ১১:১৯ পূর্বাহ্ণ

দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮নং ওয়ার্ড নিবাসী বিশিষ্ট সমাজসেবক শেখ হাজী আব্দুল আলী মালুম স্মরণসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান গত ৩১ ডিসেম্বর মালুম বাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মো. পারভেজের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় স্মৃতিচারণ করেন মুক্তিযুদ্ধ সংগঠক আলহাজ্ব মো. এজাহার(মাইক এজার), আলহাজ্ব এম. ইউ. এম আবুল হোসেন, আলহাজ্ব আবু তৈয়ব, হাজী সুলতান, এম. ডি মহসীন মুরাদ, মোঃ রেজাউল করিম, মোঃ ইমরান কবির, মোঃ ইয়াসির আরাফাত, মোঃ রায়হান মুরাদ, আমির মোঃ সুমন, মোঃ আজগর আলী, মহসীন বালা, হাজী শাহাজান সিরাজ, এস. এম জাফর উল্লাহ, এস. এম. বরকতুল্লাহ, শেখ মুহাম্মদ ফিরোজ, দিদারুল আলম, মোঃ ইরফান নয়ন, ডা. মো. ইমরান বিন শওকত প্রমুখ।
বক্তারা বলেন, গুণীদের সম্মান ও তাঁদের কর্মের স্বীকৃতি তরুণ প্রজন্মকে আলোর পথ দেখাবে। অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র, সাংস্কুতিক অনুষ্ঠান ও নৈশভোজের অঅয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি ।

পূর্ববর্তী নিবন্ধচবির চিকিৎসা অনুষদের নতুন ডিন ডা. নাসির
পরবর্তী নিবন্ধজাতির ক্রান্তিকালে কাজী জাফরের মতো নেতা বেশি প্রয়োজন