গুণীদের সম্মান করা নৈতিক দায়িত্ব

প্রবারণার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা

| মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

থিয়েটার ইনস্টিটিউট, আর্ট গ্যালারি মিলনায়তনে প্রবারণার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২০ অক্টোবর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী। ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া। তিনি বলেন, গুণী ব্যক্তিরা হচ্ছেন দেশ ও সমাজের আলোকবর্তিকা, পথ প্রদর্শক। গুণীদের সম্মান করা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব।

উদ্বোধক ছিলেন লায়ন উত্তম কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন লায়ন টিংকু বড়ুয়া, প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, অধ্যাপক শাসনানন্দ বড়ুয়া রূপন। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন গাছবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সুদুল কান্তি বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন বিপ্লব বড়ুয়া। রণি কুমার বড়ুয়ার সঞ্চলানায় এবং সুদীপ বড়ুয়ার সংগীত পরিচালনায় অন্যান্যদের মধ্যে কথামালা, গান ও লেখাপাঠে অংশ নেন দীপক বড়ুয়া, উৎপল কান্তি বড়ুয়া, জসীম মেহবুব, কেশব জিপসী, শিশুসাহিত্যিক নান্টু বড়ুয়া, অপু চৌধুরী, নবারুণ বড়ুয়া, প্রসেনজিৎ বড়ুয়া পিকলু, শ্যামল চৌধুরী, সরিৎ চৌধুরী সাজু, অধ্যাপক শিউলী চৌধুরী, শিল্পী অনুপ্রভা বড়ুয়া লীনা, শংকর বড়ুয়া, অরুণাক্ষী বড়ুয়া, উম্মে হাবিবা, কবি স্বর্ণা তালুকদার, নয়ন বড়ুয়া সুবল, রিজয় চৌধুরী, তম্ময় বড়ুয়া, পূজা বড়ুয়া, সমৃদ্ধ বড়ুয়া, শুভ্রময় বড়ুয়া, ঋতু বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতৈলারদ্বীপ সেতুতে স্থায়ীভাবে টোল আদায় বন্ধে গণশুনানি
পরবর্তী নিবন্ধসাতকানিয়া পুরানগড় ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ