শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং সুশৃঙ্খল একাডেমিক পরিবেশ গড়ে তুলতে ক্লাস রিপ্রেজেন্টেটিভদের (সিআর) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ভাইস চ্যান্সেলর ড. আলী আজাদী। তিনি বলেন, সিআর’রা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও সিদ্ধান্তসমূহ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের সমস্যা ও প্রয়োজনীয়তা যথাসময়ে জানিয়ে দেওয়াই সিআরদের অন্যতম দায়িত্ব। দক্ষ, দায়িত্বশীল ও সৃজনশীল নেতৃত্ব গড়ে তুলতে আমরা সবসময় সিআরদের পাশে আছি।
গত বুধবার আইআইইউসির সেন্ট্রাল অডিটোরিয়ামে ক্লাস রিপ্রেজেন্টেটিভদের নিয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার মো. সোলায়মান মিয়া, প্রক্টর মোস্তফা মনির চৌধুরী, ক্লাস রিপ্রেজেন্টেটিভ এবং সহকারী ক্লাস রিপ্রেজেন্টেটিভরাও উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও ক্যারিয়ার উন্নয়নে সিআরদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। একজন সিআর শুধু নিজের নয়, বরং পুরো ক্লাসের শিক্ষা ও উন্নয়নের জন্য দায়িত্বশীল। সিআররা শিক্ষার্থীদের সমস্যাগুলো প্রশাসনের কাছে দ্রুত পৌঁছে দেয় এবং বিশ্ববিদ্যালয়ের নীতি ও পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়নে সাহায্য করে। একজন দায়িত্বশীল সিআর শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং একটি ইতিবাচক ও সৃজনশীল শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সহায়তা করে। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদ ও বিভাগের সিআর এবং সহকারী সিআররা উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম উন্নয়নে নানা প্রস্তাবনা উপস্থাপন করেন। তারা শিক্ষার্থীদের সমস্যা সমাধান, একাডেমিক সহায়তা ও কার্যকর যোগাযোগ নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপের প্রস্তাব দেন। প্রেস বিজ্ঞপ্তি।