রাউজানের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের ১২৯ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও দলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদ পদবি ফিরিয়ে দেয়ার দাবিতে গতকাল মানববন্ধন করেছেন। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মোজাম্মেল হক নামের এক নেতা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা সদর মুন্সিরঘাটায় আয়োজিত ওই মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ দলের চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে আওয়ামী দোসর দাবি করে তার প্ররোচনায় বিএনপি নেতাকর্মীদের নামে ‘মিথ্যা’ মামলা দিয়েছে অভিযোগ করেন। তারা ওই মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে মামলা দায়েরকারীদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন।
গতকাল ২৪ আগস্ট বেলা ১১টায় ওই মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী। উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা স্বেচ্ছাসেবকদল নেতা ইউসুফ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, বিএনপি নেতা সৈয়দ ওবায়দুল আকবর রোমান, আবু আহাম্মদ, জসিম মেম্বার, মৌলানা এখলাছ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাউজান সর্তার ঘাট এলাকায় আলোচিত বিএনপির দুই কেন্দ্রীয় নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হলে ঘটনার ১১ দিন পর রাউজান থানায় মামলা করেন গোলাম আকবর খোন্দকারের অনুসারী নাছিম উদ্দিন চৌধুরী। ওই মামলায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত ১২৯ নেতাকর্মীকে আসামি করা।