গিয়াস কাদেরের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার দাবিতে রাউজানে মানববন্ধন

রাউজান প্রতিনিধি | সোমবার , ৪ আগস্ট, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

সদ্য দলীয় পদ স্থগিত করা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা গতকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত রাউজানরাঙ্গামাটি সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কর্মসূচি চলে গহিরা সর্তার ব্রিজ থেকে শুরু করে উপজেলার শেষাংশের ঢালারমুখ পর্যন্ত সড়ক পথে। এতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, রাউজানের মানুষ দলমত নিবিশেষে নির্যাতিত রাজনীতিক গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধ আছে। রাউজানের সর্বস্তরের মানুষ আপোষহীন নেত্রী খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক জিয়ার নেতৃত্বের প্রতি অবিচল।

রাউজানের স্বাভাবিক রাজনীতির পরিবেশ ফিরিয়ে পেতে অবিলম্বে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদ পদবির উপর স্থগিতাদেশ প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান বক্তারা। তারা জাতীয় নেতৃবৃন্দের প্রতি রাউজানে গিয়ে ঘটনা তদন্ত করে দেখার আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা, যুগ্ম সদস্য সচিব ফিরোজ আহমদ, যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ, সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, দিদারুল আলম, কাজী আবুল বশর, পৌর বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল আলম মঞ্জু, জেলা যুবদল নেতা সাবের সুলতান কাজল, ইউছুপ তালুকদার, সৈয়দ মোহাম্মদ তৌহিদ, সাহাদাত মীর্জা, রাসেল খান, সাবেক ছাত্রদল নেতা লিটন মহাজন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকাটিরহাটস্থ আলা হযরত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধআনোয়ারায় পুকুরে গোসলে নেমে দোকান কর্মচারীর মৃত্যু