গিয়েছিলেন মহিষ দেখতে প্রাণ হারালেন বজ্রপাতে

রাউজান প্রতিনিধি | বুধবার , ২৯ মে, ২০২৪ at ৮:২৬ পূর্বাহ্ণ

রাউজানে উরকিরচর ইউনিয়নের মুহাম্মদ উসমান (৩৫) নামে এক ব্যক্তি বৃষ্টির মধ্যে হালদা চরে মহিষ দেখতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। উরকিরচরের পার্শ্ববর্তী বাড়িঘোনা এলাকার হালদা চরে গতকাল মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতকাল দুপুরে ওসমান বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে চরে গিয়েছিলেন তার মহিষ দেখতে। কোনো এক সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চরে তার মৃত দেহ পড়ে থাকতে দেখে এক ব্যক্তি ঘটনাটি পাড়া প্রতিবেশীদের জানায়। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা সেখানে গিয়ে ওসমানের নিথর দেহ উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওসমান ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মাওলানা আবদুল মালেক শাহ (রা.)’র বাড়ির আবদুল খালেকের তৃতীয় পুত্র। তার বোন ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সদস্য ফাতেমা বেগম ঘটনা স্বীকার করেছেন। নিহতের এক শিশু সন্তান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবন্ধী রাজের পাশে হাজী আবদুল হান্নান ট্রাস্ট
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন