গিয়েছিলাম মেলায় কাল
বাবার সাথে আমি,
ভাইয়া তুমি লাল পুতুল
কিনে দাওনি তুমি?
বড় মনি পাঁচশো টাকা
দিয়েছিল তোমায়!
বলেছিলে মেলায় নিয়ে
কিনে দিবে আমায়।
চিড়িয়াখানা শিশু পার্কে
যাওয়ার ছিল আশা,
ঘুরবো ফিরব বৈশাখেতে
দেখবো বাঘডাসা।
মাঠের কোনায় মেলা হল
বিকেল বেলা গেলাম,
চটপটি ফুচকা খেয়ে
বাড়ি ফিরে এলাম।