গাভাস্কারের ৪৬ বছর আগের রেকর্ড ভাঙলেন শুভমান গিল

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

ভারতের অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়লেন শুভমান গিল। তিনি ভেঙে দিলেন কিংবদন্তি সুনিল গাভাস্কারের প্রায় পাঁচ দশক পুরোনো রেকর্ড। জেমি ওভারটনের অফ স্টাম্পের বাইরের বল চমৎকার কাভার ড্রাইভে বাউন্ডারিতে পাঠালেন শুভমান গিল। ইংল্যান্ড সফরে দারুণ পথচলায় আরেকটি রেকর্ড নিজের করে নিলেন ভারত অধিনায়ক। ১৯৭৮৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ টেস্টের ৯ ইনিংসে ৭৩২ রান করে রেকর্ডটি গড়েছিলেন সেই সময়ের অধিনায়ক গাভাস্কার। তাকে পেছনে ফেলতে ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে গিলের প্রয়োজন ছিল কেবল ১১ রান। প্রথম সেশনে ওভারটনকে চার মেরে নতুন উচ্চতায় উঠে যান ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। বৃষ্টির বাগড়ায় আগেভাগে লাঞ্চ বিরতি নেওয়ার সময় ১৫ রানে অপরাজিত ছিলেন তিনি। গাভাস্কারের আরেকটি রেকর্ড ভাঙার হাতছানি এখন তার সামনে। এই ইনিংসে ৫৩ রান করতে পারলে ভারতের হয়ে এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড নিজের করে নেবেন তিনি। নিজের অভিষেক সিরিজে ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ ইনিংসে ৭৭৪ রান করে রেকর্ডটি গড়েছিলেন গাভাস্কার।

অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রানের বিশ্বরেকর্ডের তালিকায় গাভাস্কার (৭৩২) ও ডেভিড গাওয়ারকে (৭৩২) ছাড়িয়ে গিল আছেন তিন নম্বরে । দুইয়ে থাকা গ্রাহাম গুচও (৭৫২) এখন তার নাগালে। বিশ্বরেকর্ডটি গড়তে এই ইনিংসে গিলের করতে হবে ৮৯ রান। ১৯৩৬৩৭ অ্যাশেজে ৯ ইনিংসে ৮১০ রান করে এখানে চূড়ায় আছেন সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে বিবেচিত স্যার ডন ব্র্যাডম্যান। অধিনায়ক হিসেবে দেশের বাইরে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড অবশ্য এরই মধ্যে নিজের করে নিয়েছেন গিল। ১৯৬৬ সালে ইংল্যান্ড সফরে ৮ ইনিংসে ৭২২ রান করে আগের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের স্যার গ্যারি সোবার্সের।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীন বাংলা ফুটবল একাডেমির সভা
পরবর্তী নিবন্ধওয়ার্ল্ড বীচ চুকবল চ্যাম্পিয়নশিপে ভাল খেলার প্রত্যাশা বাংলাদেশের