সদরঘাটের টাইগার ২ সিরিজে খলচরিত্রে অভিনয় করে আলোচনায় শিল্পী এরফান মৃধা, এর মধ্যেই কোক স্টুডিও বাংলার ‘কথা কইয়ো না’ গানে প্রশংসিত হলেন ‘সাদা সাদা কালা কালা’ গানের শিল্পী। তিনি দর্শকমহলে শিবলু নামে পরিচিত। কোক স্টুডিও বাংলার ‘কথা কইয়ো না’ গানে প্রিয়জনকে কাছে পাওয়ার আকুলতা শ্রোতাদের ব্যাকুল করেছে, গত শনিবার গানটি প্রকাশের পর থেকেই চর্চায় রয়েছে। ‘সাদা সাদা কালা কালা’ গানের স্রষ্টা হাশিম মাহমুদের কথার সঙ্গে মৈমনসিংহ গীতিকার মিশেলে গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
দুই দশকেরও বেশি আগে হাশিম মাহমুদের সঙ্গে শিবলুর পরিচয়। ‘কথা কইয়ো না’ গানটি হাশিম মাহমুদের কণ্ঠে বহুবার শুনেছেন। শিবলু গত রোববার মুঠোফোনে জানালেন, কোক স্টুডিও বাংলায় গানটি ধারণ করার পর প্রথমবার শুনতে গিয়ে বারবার হাশিম মাহমুদকে স্মরণ করেছেন তিনি। তিনি বলেন, গানটি শুনতে গিয়ে চোখে পানি চলে এসেছিল। হাশিম ভাইয়ের কণ্ঠে গানটা মানুষকে শোনানো গেলে খুব ভালো হতো। আশা করছি, তাড়াতাড়ি উনি সেরে উঠবেন।
ওনার কিছু গান তাঁর কণ্ঠেই নিয়ে আসব আমরা। ‘সাদা সাদা কালা কালা’, ‘কথা কইয়ো না’সহ হাশিম মাহমুদের বেশ কয়েকটি গান এই দশকের শুরুর দিকে শুনেছেন শিবলু, নিজের লেখা গানে সুরও বাঁধতেন হাশিম মাহমুদ। মাঝে শারীরিক অসুস্থতার কারণে গান থেকে বিরতি নেন তিনি। নির্মাতা মেজবাউর রহমান সুমনের হাওয়া সিনেমায় ‘সাদা সাদা কালা কালা’ গানটি হাশিম মাহমুদের গাওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে পারেননি, পরে শিবলু গেয়েছেন।