গানটির জন্য শত শত ট্র্যাক রেকর্ড করেছি

| বুধবার , ২৭ জুলাই, ২০২২ at ৪:৩৯ পূর্বাহ্ণ

দেশ জুড়ে সবার মুখে মুখে ‘সাদা সাদা কালা কালা’ গান। বহুল আলোচিত ‘হাওয়া’ সিনেমার এই গান নিয়ে বিভিন্ন বয়সের শ্রোতাদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। গানটির পেছনের কারিগর ইমন চৌধুরী। তরুণ প্রজন্মের মেধাবী সংগীত পরিচালক বরাবরই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। একের পর এক গানে সুর ও মিউজিকের জাদু ছড়িয়ে মুগ্ধ করছেন সবাইকে। শ্রাবণের এক বিকেলে ঢাকা পোস্টের মুখোমুখি হয়েছেন ইমন চৌধুরী। কথা বলেছেন ভাইরাল হওয়া ‘সাদা সাদা কালা কালা’ গানসহ তার সংগীত জীবনের নানান বিষয় নিয়ে। ‘হাওয়া’ সিনেমায় আপনার মিউজিক করা ‘সাদা সাদা কালা কালা’ গানটি এখন দেশ জুড়ে ভাইরাল।
কেমন লাগছে? সত্যিই খুব ভালো লাগছে। অনেকেই নিজের মতো করে গানটি গাইছেন, নিজের করে নিয়েছেন। যখন দেখি আমার সংগীতায়োজনের একটি গান সবাই দলে দলে গাচ্ছে, তখন এটাকে বড় প্রাপ্তি বলেই মনে হয়। সবচেয়ে ভালো প্রতিক্রিয়া হলো, যখন বাইরে যাই, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গানটি বাজতে শুনি। তখন মনে হয় এতদিন ধরে গানটি করা সার্থক হয়েছে।
এই গানে আমরা আসলে কোনো কিছুর কমতি রাখিনি। মানুষের পা এবং নিঃশ্বাসের শব্দ পর্যন্ত রেখেছি। কারণ একজন মানুষ যখন নৌকায় বসে বা দাঁড়িয়ে গান করবেন, তখন তার নিঃশ্বাসেরও কিন্তু একটা সাউন্ড থাকবে। তিন বছর ধরে গানটা তৈরি করেছি, শত শত ট্র্যাক রেকর্ড করেছি। এরপর আমজাদ ভাই ও রাশেদ শরীফ শোয়েব ভাই মিক্সিং ও মাস্টারিং করেছেন। শিবলু ভাই দারুণ গেয়েছেন। সব মিলে আমি বলব, এটি একটি টিম ওয়ার্ক। প্রত্যেকের অসামান্য চেষ্টায় এই গান হয়েছে। রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমায় আপনার গাওয়া, সুর-সংগীত করা ‘ধীরে ধীরে’ গানটিও তো বেশ প্রশংসা কুড়াচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচামড়াজাত পণ্য তৈরিতে সরকারকে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধ‘লাল সিং চাড্ডা’র চিত্রনাট্য পড়ে কেঁদে ফেলেন আমির!