আমরা যারা সাধারণ মানুষ, পথ চলতে গিয়ে অনেক অসুবিধার মধ্যে পড়ি। দেখা যায় অদক্ষ চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ পথচারী। গাড়ি দুর্ঘটনার অন্যতম একটি কারণ হল সামনের বাম্পার। ভয়ংকর বাম্পার থাকার কারণে ওরা বেপরোয়া হয়ে যায়। পাশাপাশি আরেক যন্ত্রণার কারণ হাইড্রোলিক হর্ন। যা সারা বিশ্বে নিষিদ্ধ। এমনকি আমাদের দেশেও বাম্পার এবং হাইড্রোলিক হর্ন লাগানো জেল জরিমানা দুটোর বিধান আছে। তারপরও পুলিশ এই বাম্পারের বিষয়ে কোনও আইনি পদক্ষেপ নেয় না। ট্রাফিক পুলিশদের এই ব্যাপারে কোনও কথা বললে মানুষকে হুমকি দিয়ে কথা বলে। পুলিশ সার্জেন্টরা ব্যস্ত থাকে মোটর সাইকেল নিয়ে, চালকের হেলমেট নেই কেন? চালকের হেলমেট থাকলেও পিছনের জনের নেই কেন? টাকা দাও না হলে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার মামলা নাও।
সুতরাং সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন, বাম্পার এবং হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে সাধারণ জনগণের শারীরিকি ও মানসিক ক্ষতি থেকে রক্ষা পাবে এবং অনেক দুর্ঘটনা থেকে জাতি নিরাপদ থাকবে।
সাইফুল হাসান সাগর
জামালখান, চট্টগ্রাম।