ফিলিস্তিনের ছিটমহল গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে আবারও ব্যাপক হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী অন্তত ২৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। শুক্রবার তাদের ট্যাংক বাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার পশ্চিম প্রান্তের দিকে অগ্রসর হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শেষ অক্ষত যুদ্ধ ইউনিটগুলো রাফায় লুকিয়ে আছে আর তাদের নির্মূল করা দরকার, এমন কারণ দেখিয়ে এক মাস আগে মিশরের সীমান্তবর্তী ফিলিস্তিনি শহরটিতে হামলা শুরু করে ইসরায়েল। খবর বিডিনিউজের।












