যুদ্ধবিধ্বস্ত গাজার ফিলিস্তিনিদের দক্ষিণ সুদানে স্থানান্তরের লক্ষ্যে একটি চুক্তি করতে অস্থিরতায় জর্জরিত আফ্রিকান দেশটির সঙ্গে ইসরায়েলের আলোচনা চলছে বলে জানিয়েছে তিনটি সূত্র। খবর বিডিনিউজের।
তবে এ খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই ফিলিস্তিনি নেতারা এ পরিকল্পনাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। বিষয়টি সম্বন্ধে অবগত নাম–পরিচয় প্রকাশে অনিচ্ছুক সূত্র তিনটি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, এ নিয়ে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি, তবে দক্ষিণ সুদান ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডটির বাসিন্দাদের এমন এক দেশে যেতে হবে, বহু বছর ধরে চলমান রাজনৈতিক ও জাতিগত সহিংসতায় যেটি এমনিতেই কাবু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, আমরা অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনার বিষয়ে কিছু বলি না। চলতি মাসেই নেতানিয়াহু গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক নিয়ন্ত্রণ বাড়ানোর ঘোষণা দেন। সামপ্রতিক সপ্তাহগুলোতে তিনি ফিলিস্তিনিদের স্বেচ্ছায় গাজা ছেড়ে চলে যাওয়া উচিত বলে বারবারই তাগাদা দিয়েছেন। আরব দেশগুলোসহ বিশ্বের সিংহভাগ দেশের নেতারাই গাজার বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরের ধারণা প্রত্যাখ্যান করে আসছেন। ফিলিস্তিনিরা বলছেন, এমন কিছু হলে তা হবে আরেকটি নাকবা, যেমনটা হয়েছিল ১৯৪৮ সালে, সেসময় আরব–ইসরায়েল যুদ্ধে লাখো ফিলিস্তিনিকে দেশছাড়া হতে হয়।