গাজার ফিলিস্তিনিদের আফ্রিকায় পুনর্বাসনের চেষ্টায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল

| শনিবার , ১৫ মার্চ, ২০২৫ at ১১:১৭ পূর্বাহ্ণ

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠন করতে সেখানকার ফিলিস্তিনিদের পুনর্বাসনের জন্য পূর্ব আফ্রিকার তিনটি দেশের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এপি এক প্রতিবেদনে জানায়, ফিলিস্তিনিদের পুনর্বাসন প্রস্তাব নিয়ে এই কর্মকর্তারা সুদান, সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে সুদান সঙ্গে সঙ্গেই প্রস্তাব নাকচ করেছে। আর সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তারা বলছেন, তারা এমন কোনও প্রস্তাব সম্পর্কে কিছু জানেন না। খবর বিডিনিউজের।

গাজা পুনর্গঠনে ফিলিস্তিনিদের পুনর্বাসনের কথা গত ফেব্রুয়ারিতে প্রকাশ্যে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউজের ওভাল অফিসে বৈঠকের পর ট্রাম্প হুট করেই গাজা যুক্তরাষ্ট্রের দখলে নিতে চাওয়ার বিতর্কিত এই পরিকল্পনার কথা বলেন। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে ভূখণ্ডটিকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা করে গড়ে তুলতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। তখন গাজা থেকে ফিলিস্তীনিদের জর্ডান, মিশর ও অন্যান্য আরব দেশে পুনর্বাসনের প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু জর্ডান ও মিশর দুই দেশই ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। পরে ট্রাম্পের বিপরীতে গাজা পুনর্গঠনের একটি বিকল্প প্রস্তাব দেয় মিশর। গত সপ্তাহের আরব লিগ সম্মেলনে প্রস্তাবটি উত্থাপন করা হয়। এ প্রস্তাবে ফিলিস্তিনিদেরকে গাজায় রেখেই ভূখণ্ডটি ৫ বছরে ধাপে ধাপে পুনর্গঠন করার কথা বলা হয়। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়ের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। কারণ, এতে ফিলিস্তিনের স্বাধীনতকামী গোষ্ঠী হামাসের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরিষ্কার কোনও পথ নির্দেশনা দেওয়া হয়নি। তাছাড়া, এতে নিরাপত্তা এবং গাজা শাসনের দীর্ঘমেয়াদী বিষয়গুলোও উঠে আসেনি।

পূর্ববর্তী নিবন্ধতেলের ওপর নিষেধাজ্ঞায় ইরানের সমস্যা হবে না : পেজেশকিয়ান
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে সালিশি বৈঠকে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত