গাজার কাছে উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকায় ফ্লোটিলা, ঘিরে ধরল ইসরায়েলি ‘যুদ্ধজাহাজ’

| বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৬:৪৪ পূর্বাহ্ণ

গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) জানিয়েছে, তারা গতকাল বুধবার গাজার কাছে ১৫০ ন্যটিক্যাল মাইল দূরের উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছায়। সেখানে তাদের সামনের সারির একটি জাহাজ ‘আলমা’কে ইসরায়েলের একটি যুদ্ধজাহাজ আগ্রাসীভাবে কয়েকমিনিট ঘিরে ধরেছিল। এ সময় জাহাজের সব নেভিগেশন ও যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে যায়।

ফ্লোটিল্লার কর্মীরা বলেছে, ইসরায়েলের যুদ্ধজাহাজের সঙ্গে গতকাল সকালের এই সংঘাতের খবর পাওয়ার পর তারা আবার গাজায় যাওয়ার চেষ্টা করছে। কর্মীরা আরও জানায়, ইসরায়েলের জাহাজটি ফ্লোটিলার কয়েকটি জাহাজের দিকে এগিয়ে গিয়ে ‘বিপজ্জনক ও ভয়ভীতি দেখানোর কৌশল’ নেয়। খবর বিডিনিউজের।

আলমা জাহাজের ক্যাপ্টেনকে পালিয়ে যাওয়ার পথ ধরতে বাধ্য করে ইসরায়েলের যুদ্ধজাহাজ। ফ্লোটিলার আরেকটি জাহাজকেও তারা হয়রানি করে। ইসরায়েল আগেই বলে দিয়েছিল যে, তারা ফ্লোটিলাকে গন্তব্যে পৌঁছতে দেবে না।

সমপ্রতি গাজার দিকে যে সুমুদ ফ্লোটিলা অগ্রসর হয়েছে সেই নৌবহরে আছে ৪০টির বেশি বেসামরিক নৌকা, যাতে প্রায় ৫০০ যাত্রী আছে। এর মধ্যে আছেন ইতালির রাজনীতিবিদরা এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও।

আলমা জাহাজের যাত্রী থিয়াগো আভিলা বলেছেন, ইসরায়েলের যুদ্ধজাহাজের আগ্রাসী কর্মকাণ্ডে আলমা’র সব যন্ত্রপাতি বিকল হয়ে যায়। এতে ক্যামেরা, সরাসরি সমপ্রচার এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়।

ফ্লোটিলা নৌবহরের সাইরিয়াস নামক আরেক জাহাজের যাত্রী লিসি প্রোয়েঙ্কা বলেন, এই জাহাজটিকে ইসরায়েলের জাহাজ প্রায় ১৫ মিনিট ধরে ঘিরে রেখেছিল এবং তাদেরও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়।

উচ্চঝুঁকিপূর্ণ ওই এলাকায় ইসরায়েলের নৌবাহিনীর কাছ থেকে বাধার মুখে পড়ার সম্ভাবনার কথা অবশ্য আগেই জানিয়েছিলেন ফ্লোটিলার কর্মীরা। ওই সময় ফ্লোটিল্লার নৌবহরের দিকে এগিয়ে আসতে দেখা গিয়েছিল অপরিচিত কয়েকটি জাহাজকে। এর মধ্যে কয়েকটির লাইট ছিল না। জাহাজগুলো ফ্লোটিলা নৌবহরের দিকে সেই এলাকাতেই এগিয়ে আসছিল, যেখানে এর আগের ফ্লোটিলাগুলো হামলার শিকার হয়েছিল এবং বাধার মুখে পড়েছিল।

গতকাল স্থানীয় সময় বিকালের দিকে সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) জানায়, তাদের নৌকাগুলো গাজা থেকে ৯০ ন্যটিক্যাল মাইলের কম দূরত্বে রয়েছে। ওই এলাকার আশেপাশেই এর আগের গাজামুখী ফ্লেটিলাগুলো ইসরায়েলি বাহিনীর বাধার মুখে পড়েছিল। জিএসএফ বলেছে, তাদের নৌবহর বৃহস্পতিবার (আজ) সকালেই গাজার উপকূলরেখায় পৌঁছে যাবে বলে আশা করছে।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন সেনাদের ভুঁড়ি কমানোর সঙ্গে দাড়ি কামানোর নির্দেশ যুদ্ধমন্ত্রীর
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে ৪৮ ঘণ্টা পর ফিরছে ইন্টারনেট ও টেলিকম পরিষেবা