গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রকে হামাসের আহ্বান

| মঙ্গলবার , ১১ জুন, ২০২৪ at ৮:০৯ পূর্বাহ্ণ

গাজায় যুদ্ধবিরতির চেষ্টা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। তার আগেই গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন হামাসের এক উর্ধ্বতন নেতা। ব্লিঙ্কেন সোমবার মিশর ও ইসরায়েল সফরে যাচ্ছেন। খবর বিডিনিউজের।

গাজায় চলমান যুদ্ধ লেবানন পর্যন্ত যাতে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করাও তার লক্ষ্য। হামাসের উর্ধতন কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনকে গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য দখলদারদের (ইসরায়েল) ওপর চাপ সৃষ্টির আহ্বান জানাচ্ছি এবং হামাস যুদ্ধের অবসান নিশ্চিত করে এমন যে কোনও উদ্যোগে ইতিবাচকভাবে সাড়া দিতে প্রস্তুত। সোমবার ইসরায়েল সফরে যাওয়ার আগে ব্লিনকেন মিশরের রাজধানী কায়রোয় প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি’র সঙ্গে দেখা করবেন। আর ইসরায়েলে তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজের সঙ্গে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় একথা জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিজেপির প্রার্থীকে হারিয়ে এমপি হলেন ২৫ বছরের গৃহবধূ
পরবর্তী নিবন্ধমোদীর শপথের সময় ভারতের রাষ্ট্রপতি ভবনে রহস্যময় প্রাণী