ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধ বন্ধের ‘সময় এসেছে’ বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বিবিসি লিখেছে, হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক আলোচনায় এ কথা বলেন কমলা, যিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন বলে আশা করা হচ্ছে। খবর বিডিনিউজের। ওই বৈঠকে নেতানিয়াহুর সঙ্গে ‘খোলামেলা এবং গঠনমূলক’ আলোচনায় গাজা যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় কমলা ‘কঠোর মনোভাব’ দেখিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। কমলা বলেছেন, গাজায় হতাহতের বিষয়ে তার ‘গভীর উদ্বেগ’ রয়েছে। সংকট সুরাহায় দ্বি–রাষ্ট্রীয় সমাধানের প্রতি জোর দিয়ে কমলা বলেন, সময় হয়েছে এই যুদ্ধ বন্ধের। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। ৮১ বছর বয়সী এ প্রেসিডেন্ট তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দলের প্রার্থী করার সুপারিশ করেছেন।এর আগে বৃহস্পতিবার বাইডেনের সঙ্গে দেখা করেন নেতানিয়াহু।