গাজায় যা ঘটছে তা অসহনীয় : ওবামা

| সোমবার , ৬ নভেম্বর, ২০২৩ at ১০:০৩ পূর্বাহ্ণ

ইসরায়েলে গত ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশাপাশি হামাস নির্মূল করতে গিয়ে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হত্যাযজ্ঞকে অসহনীয় বলেছেন তিনি। ওবামা বলেছেন, হামাস যা করেছে তা ছিল ভয়ংকর এবং এর কোনো যৌক্তিকতা নেই এবং এটিও সত্য যে ফিলিস্তিনিদের সঙ্গে যা ঘটছে তা অসহনীয়। স্থানীয় সময় গত শনিবার প্রচারিত পড সেভ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। পডকাস্ট আয়োজন করেন ওবামার শাসনামলের হোয়াইট হাউসের কিছু সাবেক সহকর্মী। খবর বাংলানিউজের।

এতে জানানো হয়, গাজায় ইসরায়েলের সামরিক অপারেশনে যেভাবে মৃত্যুর সংখ্যা বাড়ছে তাতে যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি বাড়ছে বলেই ইঙ্গিত মেলে। ওবামা বলেন, সংঘাতে এখন এমন সব বেসামরিক লোক মারা যাচ্ছে, যাদের সঙ্গে হামাস বা তাদের কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই। ফিলিস্তিনইসরায়েল সংঘাতের বিষয়ে তিনি বলেন, সমস্যাটির সমাধান করতে চাইলে গোটা বিষয়ের সত্যটি জানতে হবে। তারপর যে কেউ স্বীকার করবে যে এই ইস্যুতে কারও হাত পরিষ্কার নয়, আমরা সবাই কিছুটা হলেও জড়িত।

এর আগেও গাজায় নৃশংসতা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছিলেন ওবামা।

পূর্ববর্তী নিবন্ধজিম্মি কাণ্ডে অচল হামবুর্গ বিমানবন্দর
পরবর্তী নিবন্ধগাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র-আরব বিশ্বে বিভক্তি