গাজায় বিমান থেকে ফেলা ত্রাণের আঘাতে নিহত ৫

| রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ১০:১৭ পূর্বাহ্ণ

দুর্ভিক্ষের মুখে থাকা যুদ্ধবিধ্বস্ত, অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহল গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ প্যাকেজের আঘাতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার গাজা সিটির পশ্চিমে আল শাতি শরণার্থী শিবিরে ঘটা ঘটনাটিতে আরও ১০ জন আহত হয়েছেন বলে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানিয়েছেন। শুক্রবার প্রাপ্ত এক ভিডিওর বরাতে সিএনএন জানিয়েছে, একটি ত্রাণ প্যাকেজের উপরে থাকা প্যারাসুট না খোলায় ঘটনাটি ঘটে যায়। খবর বিডিনিউজের।

ত্রাণের বান্ডিলটি অত্যন্ত দ্রুত গতিতে নিচে থাকা মানুষের ওপর এসে পড়ে। গাজা সিটির পশ্চিমাংশের ফিরোজ টাওয়ারের কাছে আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে। সাংবাদিক খাদের আল জানুন সিএনএনকে জানান, এদিন তিনি বিমান থেকে আল শাতি শিবিরে ত্রাণ প্যাকেজ ফেলতে দেখেছেন, কিন্তু কোন দেশের বিমান সেগুলো ফেলেছে তা নিশ্চিত হতে পারেননি। ঘটনায় পাঁচজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজা সিটির আল শিফা মেডিকেল কমপ্লেক্সের জরুরি সেবা বিভাগের প্রধান মুহম্মদ আলশেখ। আহতদের আল শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে আলশেখ জানিয়েছেন।

সিএনএন জানিয়েছে, ত্রাণের প্যাকেজগুলোতে অধিকাংশ প্যারাসুট ঠিকমতো লাগানো হলেও যে কাঠের ফ্রেমে বান্ডিলগুলো আটকে দিয়ে নিচে ফেলা হচ্ছে সেগুলো মোটামুটি বিপজ্জনক গতিতেই নিচে নেমে আসছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবের মিনি ম্যারাথন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসোশ্যাল মিডিয়ায় আমরা নিজেদের মনুষ্যত্বকে ভুলে যাই : মেগান মার্কল