গাজায় গতবছর ৭ অক্টোবরে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের এ পরিসংখ্যান দিয়েছে। এই সংখ্যা গাজার মোট জনসংখ্যার প্রায় ১ দশমিক ৭ শতাংশ। যুদ্ধ শুরুর আগে গাজার জনসংখ্যা ছিল ২৩ লাখ। খবর বিডিনিউজের।
গাজায় নিহতের সংখ্যা ছাড়াও স্যাটেলাইটের ছবি বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধ শুরুর পর থেকে সেখানে প্রায় ৬০ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবিতে আরও দেখা যায়, গত কয়েক মাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা নগরী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উল্লেখিত নিহতের সংখ্যার মধ্যে রয়েছে বেসামরিক মানুষের পাশাপাশি যোদ্ধারাও।
তবে নিহতদের মধ্যে যাদেরকে শনাক্ত করা গেছে, তাদের অধিকাংশই নারী, শিশু ও বৃদ্ধ বলে জানিয়েছে মন্ত্রণালয়। চলতি মাসে, ইসরায়েলের সেনাবাহিনী বিবিসি–কে বলেছে, যুদ্ধ চলাকালে ১৫ হাজারের বেশি যোদ্ধা নিহত হয়েছে। তবে ইসরায়েল গাজায় বিবিসি–সহ আন্তর্জাতিক সাংবাদিকদের অবাধ প্রবেশ বন্ধ করে রাখায় অপরপক্ষ থেকে যোদ্ধা নিহতের সংখ্যার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।