গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন। গাজার বিভিন্ন হাসপাতালের সূত্র আল জাজিরাকে এই তথ্য জানিয়েছে। গাজার সরকার পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে, গত চার সপ্তাহে ত্রাণ নিতে গিয়েই অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর বিডি/বাংলানিউজের।
এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনপুষ্ট গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণকেন্দ্রের আশপাশে হামলায় আহত হয়েছেন আরও চার হাজার ৬৬ জন।
ত্রাণ সরবরাহের সরাসরি পথ বন্ধ করল ইসরায়েল: এদিকে ইসরায়েল উত্তর গাজায় ক্রসিং পয়েন্টগুলো বন্ধ করে দিয়েছে। এতে ভূখন্ডটিতে দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা শত–সহস্র মানুষের জন্য ত্রাণ সরবরাহের সবচেয়ে সরাসরি পথ বন্ধ হয়ে গেছে। তবে গাজার দক্ষিণাঞ্চল দিয়ে এখনও ত্রাণ ঢুকছে বলে জানিয়েছেন দুই কর্মকর্তা। ইসরায়েল ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ করেছে। এর মধ্যেই ভিডিওতে মুখোশধারী লোকজনকে ত্রাণবাহী ট্রাকের ওপর বসে থাকতে দেখা গেছে। স্থানীয় গোষ্ঠী নেতারা বলছেন, হামাস যাতে ত্রাণ চুরি করতে না পারে সেজন্য ট্রাকগুলো পাহারায় রাখা হয়েছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাক পাহারার ওই দৃশ্য ছড়িয়ে পড়ার পরই উত্তরের ক্রসিং বন্ধের কথা জানান ইসরায়েলের কর্মকর্তারা।