গাজায় নতুন করে হামাসের একটি সুড়ঙ্গ নেটওয়ার্ক খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। যেটি কয়েশ মিটার দীর্ঘ এবং সেটির কিছু অংশ গাজায় অবস্থিত জাতিসংঘের ফিলিস্তিন ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ–র সদরদপ্তরের নিচে দিয়ে গেছে বলেও দাবি তাদের। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইউএনআরডব্লিউএ–র বিরুদ্ধে হামাসকে সহযোগিতা করার অভিযোগ করে আসছিল। নতুন আবিষ্কার হওয়া সুড়ঙ্গটিকে তারা তাদের সেই দাবির পক্ষে প্রমাণ বলছে। খবর বিডিনিউজের।
এর আগে ইসরায়েল ইউএনআরডব্লিউএ’র কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে গতবছর ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলায় জড়িত থাকার অভিযোগ করে। ইসরায়েলের ওই অভিযোগের পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও কানাডা ইউএনআরডব্লিউ সংস্থায় তহবিল বন্ধের ঘোষণা দেয়। তখন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তাদের তহবিল বন্ধ না করার অনুরোধ করে বলেছিলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যে কোনো জাতিসংঘ কর্মীকে এর জন্য দায়ী করে তার বিচার অবশ্যই করা হবে। ইসরায়েল ইউএনআরডব্লিউএ’র বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে সে সময় অভিযোগ করেছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ। প্রায় ১৩ হাজার কর্মীর সাহায্যে গাজায় প্রাণরক্ষাকারী ত্রাণ বিতরণ করে যাচ্ছে ইউএনআরডব্লিউএ।