ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও অবরোধের প্রতিবাদ এবং বায়তুল মুকাদ্দাস দখল মুক্ত করার দাবিতে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি তছকির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহর সঞ্চালনায় সমাবেশে উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশর চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুল আলম। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাহবুবুবুল হক খান, আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা জামেউল আখতার চৌধুরী, মোহাম্মদ আবুল হোসাইন। বক্তব্য রাখেন খাইর মোহাম্মদ, মোহাম্মদ হাসান, মুহাম্মদ মুনির উদ্দিন সোহেল, মকবুল আহমদ খান, সেকান্দর মিয়া, সাবের আহমদ, আবুল বশর, ইলিয়াস মুন্সী, সাহাব উদ্দিন, নুর মোহাম্মদ, মাওলানা সালামত আলী, খন্দকার ইরশাদুল আলম হীরা প্রমুখ।
ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় জাতিসংঘ কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা জাতিসংঘ এবং ওআইসিকে অতি সত্ত্বর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। আলোচনার মাধ্যমে সংকট নিরসনের জন্য বিশ্ব নেতৃত্বের প্রতি জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের শান্তিউন্নতি অব্যাহত রাখার স্বার্থে ইসরায়েলের সৃষ্ট এ সংকটের স্থায়ী সমাধান জরুরি। এজন্য সর্বাগ্রে প্রয়োজন চলতি যুদ্ধ বন্ধ করা। অতঃপর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইসরায়েলের সব দখলকৃত এলাকা মুক্ত করা। সেসাথে জাতিসংঘ এবং ওআইসিকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় সমাবেশে। সমাবেশের শেষে এক বিক্ষোভ মিছিল মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর কদম মোবারক জামে মসজিদে এসে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।