বর্ষার আগমনে প্রকৃতি সেজেছে নবরূপে। পুষ্প পল্লবে ভরে উঠেছে চারপাশে। মনে জেগেছে আনন্দের বান। করোনা মহামারীর কারণে আমরা বৃক্ষ মেলা থেকে বঞ্চিত। না হলে এইসময়ে গাছ লাগাতে আগ্রহী করতে সরকারিভাবে ও নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়। আমরা কিন্তু নিজ নিজ জায়গা থেকে এই উদ্যোগ গ্রহণ করতে পারি। প্রকৃতিকে সবুজের সমারোহে সমৃদ্ধ করার দায়িত্ব আমাদেরই নিতে হবে। এখন বর্ষা মৌসুম গাছ লাগানোর উপযুক্ত সময়। যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি নির্মল সবুজ পৃথিবী রেখে যেতে চাই তাহলে বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। যেভাবে নিয়ম লঙ্ঘন করে গাছ কাটা হচ্ছে তাতে করে পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়ছে। আমরা তলিয়ে যাচ্ছি অনিশ্চিত জীবনের দিকে। প্রকৃতির সাথে মানুষের চলছে আজ নীরব যুদ্ধ। প্রকৃতির প্রতি আমরা যত্নশীল হতে পারছি না তাই প্রকৃতি দিনের পর দিন রুক্ষ মরুভূমিতে পরিণত হচ্ছে। আমাদের প্রকৃতির প্রতি মায়াময় হতে হবে। গাছ লাগানোর পর যদি আমরা সঠিক পরিচর্যা করি তাহলে গাছ আপনাকে ফুলে ফলে ভরিয়ে দেবে।নিজ হাতে লাগানো গাছের ফুল ফল আমাদের মনকে প্রফুল্ল করে। অনাবিল আনন্দে ভরে উঠে চোখ মুখ। আমাদের সন্তানদেরকেও গাছ লাগানোর প্রতি আকৃষ্ট করতে হবে। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ। আমাদের দায়িত্ব নিয়ে নতুন প্রজন্মের কাছে দেশীয় ফুল ফলকে গাছের মাধ্যমে পরিচয় করিয়ে দিতে হবে। পরিবেশ বান্ধব গাছ হোক আমাদের সকলের প্রিয় বন্ধু।গাছ মানুষের মনের ভাষা বুঝে।গাছ মানুষের মায়া মমতা স্নেহ বুঝে। গাছের ও প্রাণ আছে। আসুন আর দেরি না করে আজই নিজের হাতে একটি করে গাছ লাগাই।পরিবেশ কে সবুজের সমারোহে সমৃদ্ধ করি। যেটুকু জায়গা কিংবা যেটুকু সুযোগ আছে সেটুকুতে আমরা গাছ লাগানোর প্রতি আগ্রহী হই। বুক ভরে নিঃশ্বাস নিই সবুজ প্রকৃতিতে।নির্মল আনন্দে অবগাহন করি ফুলের সৌরভে। ফরমালিন মুক্ত শাক সবজি গ্রহণ করি নিজের হাতে লাগানো গাছ থেকে। পরিবেশ বাঁচাই, নিজে বাঁচি অন্যকে বাঁচতে সহায়তা করি।