গাছ আর মাছ

0

শখের বশে কিনলো মাসুদ

একটা ফুলের গাছ

এই না দেখে বশির আলম

কিনলো বড় মাছ।

মাছ খেতে খুবই মজা

ফুল খাওয়া যায় না

এই ভেবে বশির আলমের

খুশি তো আর ধরে না।