গাছবাড়িয়া কলেজে অধ্যাপককে লাঞ্ছিত করা সেই ছাত্রলীগ নেতা বহিস্কার

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ১৭ মে, ২০২৪ at ১০:১৪ অপরাহ্ণ

চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যাপক ড. একেএম আতিকুর রহমানকে লাঞ্ছিত করা সেই ছাত্রলীগ নেতা সাফাতুন নুর চৌধুরীকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয়েছে।

আজ শুক্রবার (১৭ মে) বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্ত স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকালে কলেজের সেমিনার কক্ষে অনার্স ১ম বর্ষের রেজিষ্ট্রেশন কার্ড ও অনার্স ৪র্থ বর্ষের এডমিট কার্ড বিতরণ কার্যক্রম চলাকালে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. সাফাতুন নুর চৌধুরী সেমিনার কক্ষের একটি নষ্ট ফ্যান ঠিক করার ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. একেএম আতিকুর রহমানের গালে ঘুষি মারেন।

এ ঘটনায় জানালার পর্দার পাইপের আঘাতে আহত হন অফিস সহায়ক প্রযুক্তা পাল। পরে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অধ্যাপক ড. একেএম আতিকুর রহমান বাদি হয়ে চন্দনাইশ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

এ ব্যাপারে গাছবাড়িয়া সরকারী কলেজ ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম বাবু জানান, অধ্যাপকের সাথে বেয়াদবি করার বিষয়টি প্রমাণিত হওয়ায় সংগঠনের শৃংখলা ও মর্যাদা পরিপন্থি এবং অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের জরুরী বৈঠকে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাফাতুন নুর চৌধুরীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১, আহত ৪
পরবর্তী নিবন্ধপিটিআই ট্রেনিংরত শিক্ষিকার মৃত্যু