চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজের বিদ্যুৎ কন্ট্রোল রুম থেকে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার বিকেলে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে ২৫ থেকে ৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। জানা যায়, গতকাল বুধবার বিকেলে স্থানীয় কিছু যুবক কলেজের বিদ্যুৎ কন্ট্রোল রুমের পাশে দুর্গন্ধ পেয়ে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে কলেজের দপ্তরি বিদ্যুৎ কন্ট্রোল রুমের দরজা খুলে ভিতরে যুবকের লাশ পড়ে থাকতে দেখেন এবং চন্দনাইশ থানায় অবহিত করেন। খবর পেয়ে পুলিশ এবং চন্দনাইশ ফায়ার স্টেশনের সদস্যদের সহায়তায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন জানান, ধারাণা করা হচ্ছে আনুমানিক এক সপ্তাহে আগে বৈদ্যুতিক তার চুরি করতে ওই যুবক কলেজের বিদ্যুৎ কন্ট্রোল রুমে প্রবেশ করেছিল এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে এবং ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হবে।
পটিয়া : এদিকে পটিয়া প্রতিনিধি জানান, উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ফইজ্জ্যের পুল এলাকার একটি বাসা থেকে রাজীব দাশ (৩৫) নামে এক টেক্সিচালকের ঝুলন্ত মরহেদ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ভাড়া বাসার নিজ শয়ন কক্ষের ফ্যানের সঙ্গে গলায় স্ত্রীর শাড়ি পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। রাজীব দাশ রাঙ্গুনিয়া উপজেলার শিলক গ্রামের পুলিন দাশের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী ও এক মেয়ে সন্তান নিয়ে পটিয়ার পশ্চিম হাইদগাঁও ফইজ্জ্যের পুল এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। তার স্ত্রী সুইটি দাস স্থানীয় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন। ঘটনার দিন রাজীব দাশ বাসায় একা ছিলেন।
নিহতের স্ত্রী সুইটি দাসের বরাত দিয়ে পুলিশ জানায়, সুইটি দাস তাহার ভাইয়ের বাড়িতে বেড়াতে যায় এবং সেখান থেকে ঘটনার দিন মঙ্গলবার সকালে তার কর্মস্থল গার্মেন্টেসে কাজ করতে যায়। রাতে সুইটি গার্মেন্টস থেকে ফিরে ঘরের দরজা জানালা ভিতর থেকে বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহায়তায় বসতঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকে দেখতে পান নিজ শয়ন কক্ষে ফ্যানের রডের সাথে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রাজীবের মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।