আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশের উদ্যোগে বড়পীর হযরত সৈয়দ আবদুল কাদের জিলানী (রা) স্মরণে ইমামুল আউলিয়া গাউসুল আযম কনফারেন্স গতকাল রবিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য আনজুমান সভাপতি অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দীন আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবদুর রশিদ। কনফারেন্সে প্রধান অতিথি এটিএম পেয়ারুল ইসলাম বলেন, মানুষে মানুষে বিভেদ, দ্বন্দ্ব, রক্তপাত ও হানাহানির বিপরীতে গাউসুল আযম জিলানীর (রা.) দেখানো সাম্য, সম্প্রীতি, উদারতা, সততা ও মানবিকতার পথে উজ্জীবিত হলে মুসলমানরা হারানো মর্যাদা ফিরে পাবে। মুসলিম বিশ্বের কিছু শাসক আত্মমর্যাদার কথা ভুলে পরাশক্তির তাঁবেদারিতে লিপ্ত বলেই সারাবিশ্বে মুসলমানরা আজ নির্যাতিত ও নিপীড়নের শিকার। আত্মশক্তিতে জেগে ওঠে ঈমান আক্বিদায় উজ্জীবিত হলে মুসলমানরা সমূহ বিপর্যয় থেকে নিষ্কৃতি পাবে।
কাজী মাওলানা মুহাম্মদ শফিউল আজমের সঞ্চালনায় কনফারেন্সে গাউসুল আযমের দর্শনের ওপর আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর অধ্যক্ষ ড. আল্লামা কফিল উদ্দিন সরকার সালেহী, অধ্যক্ষ ড. আল্লামা এ.কে.এম. মাহবুবুর রহমান, অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল–কাদেরী, আল্লামা গাজী শফিউল আলম নেজামী, উপাধ্যক্ষ আল্লামা আব্দুল ওদুদ আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা মুফতি মুহাম্মদ হারুনুর রশীদ আশরাফী, প্রফেসর ড. আ.ম কাজী মুহাম্মদ হারুন উর রশিদ, অধ্যক্ষ ড. আল্লামা ইসমাইল নোমানী, অধ্যক্ষ আল্লামা এ কে এম শামসুদ্দিন, মৌলভী মাহাবুবুল আলম, মুহাম্মদ ইকবাল চৌধুরী, অধ্যক্ষ আল্লামা মারেফাতুন নূর, মাওলানা ইয়াসিন আনসারী আল মাদানী, আল্লামা সাইফুর রহমান বারী, মুহাদ্দিস আল্লামা এ কে এম ইউসুুফ আলকাদেরী, মুহাদ্দিস আল্লামা আনোয়ার হোসাইন, আল্লামা মুহাম্মদ নুরুল ইসলাম ফোরকানী, উপাধ্যক্ষ আল্লামা মামুনুর রশীদ, অধ্যক্ষ আল্লামা আ.ন.ম. মুখলেসুর রহমান, মাওলানা মুহাম্মদ এনামুল হক, অধ্যক্ষ আল্লামা জাকারিয়া ভূঁইয়া, মাওলানা শফিউল আলম আজিজি, মাওলানা আহমদ নবী, মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন, অধ্যাপক মুহাম্মদ মাহফুজুল হক, মাওলানা আবদুল মোমিন, অধ্যক্ষ আল্লামা আহমদুল্লাহ, অধ্যক্ষ আল্লামা শহিদুল্লাহ, উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ ইসমাইল হোসেন, মাওলানা মাকসুদুর রহমান, শাহজাদা মুহাম্মদ নাঈম উদ্দিন নঈমী, আল্লামা আহমদ আলী নঈমী, অধ্যক্ষ আল্লামা আবু রাশেদ মুহাম্মদ মুজাম্মেল, আল্লামা আলী মুরতাজা, অধ্যক্ষ আল্লামা জহির উদ্দিন মুহাম্মদ ইলিয়াছ, অধ্যক্ষ আল্লামা শাহ আলম, মাওলানা মুহাম্মদ জিয়াউল হক, অধ্যাপক মীর মুহাম্মদ আবুল বশর সিদ্দিকী, মাওলানা মঈনুদ্দিন খান মামুন, মাওলানা শফিকুল ইসলাম সাঈদি, অধ্যক্ষ আল্লামা আমিনুল ইসলাম, মুহাম্মদ নাজিম উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।