গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের এক জরুরি সভা দিদার মার্কেটস্থ কেন্দ্রীয় দপ্তরে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় দপ্তর চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব মোছুাহেব উদ্দিন বখতিয়ার, মাহবুব খান প্রমুখ। সভায় আসন্ন ১৯ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন সংক্রান্ত প্রস্তুতিমূলক সিদ্ধান্ত গ্রহণ ছাড়াও দেশব্যাপি বিশেষত চট্টগ্রামে ডেঙ্গু প্রকোপ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে দেশবাসীকে ডেঙ্গু থেকে প্রতিরক্ষা দিতে জরুরি ভিত্তিতে দেশব্যাপি কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিতে রয়েছে নিজ নিজ সাংগঠনিক এলাকায় সচেতনমূলক মাইকিং, লিফলেট বিতরণ, ব্যানার টাঙানো, মশারি বিতরণ, পরিস্কার–পরিচ্ছন্নতাসহ এডিশ মশার প্রজনন রোধে জমা পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের মতো কার্যক্রম। এই কর্মসূচি পালনের জন্য জেলা থেকে ইউনিট পর্যন্ত সকল স্তরের কমিটির প্রতি অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।