গাউসিয়া কমিটির প্রতিনিধি সম্মেলনে প্রস্তুতি সভা

| বুধবার , ২৬ জুলাই, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

আগামী ১৯ আগস্ট গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনারের সভাপতিত্বে দিদার মার্কেটস্থ কার্যালয়ে গতকাল সন্ধ্যায় অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন মহাসচিব শাহজাদ ইবনে দিদার এবং যুগ্ম মহাসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার।

সভায় সুইডেনে বারবার কোরআন শরীফ অবমাননার ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বক্তারা বলেন, সুইডেনে বারবার রাষ্ট্রীয় প্রশ্রয়ে কোরআন শরীফ অবমাননা মুসলমানদের পরিকল্পিতভাবে গৃহযুদ্ধের উস্কানি দেওয়ার শামিল। এই বিষয়ে মুসলিম রাস্ট্রপ্রধানসহ আন্তর্জাতিক ইসলামি ব্যক্তিত্বদের পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপ নিতে হবে ওআইসি, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে। মুসলিম দেশগুলোর উচিত সুইডেনকে কূটনৈতিক, বাণিজ্যিকসহ সব সম্পর্ক আপাতত ছিন্ন করে দেওয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাতুনগঞ্জে শাপলা সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধকুণ্ডেশ্বরীয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা