গাউসিয়া কমিটি বাংলাদেশ পতেঙ্গা থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

| রবিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:২৮ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গাস্থ সুমাইয়া কমিউনিটি সেন্টারে গত শুক্রবার গাউসিয়া কমিটি পতেঙ্গা থানা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক কামরুদ্দিন সবুর। প্রধান নির্বাচন কমিশন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আহবায়ক কমিটির আহবায়ক আবদুল হাই মাসুম।

কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য সচিব আশেক রসুল খান বাবু, যুগ্ম সদস্য সচিব অধ্যক্ষ আবু তালেব বেলাল। সম্মেলনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন থানা শাখার সাবেক সিনিয়র সহসভাপতি এস, এম, হাসান। কায়েদে আজমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার বলেন, গাউসিয়া কমিটি আজ বিশ্বের সকল সমপ্রদায় ও মানুষের কাছে একটি মানবিক সংগঠন হিসেবে পরিচিত। এ সংগঠন গাউসে জামান মুরশিদে বরহক আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত সংগঠন।

পরে আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার আবদুল হাই মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত ২য় অধিবেশনে প্রতিটি ওয়ার্ড, ইউনিট ও সাবেক থানা প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে মোহাম্মদ সালাউদ্দিনকে সভাপতি, এস এম হাসানকে সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ আলমগীরকে সাধারণ সম্পাদক, শাহাদাত মোহাম্মদ সাজ্জাদকে সাংগঠনিক, হাজী মোহরম আলীকে অর্থ ও মাওলানা মনিরুল হাসানকে খায়র সম্পাদক নির্বাচিত করা হয়। পরে নির্বাচিত কর্মকর্তারা ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি অফ ক্যান্টারবেরি মাতৃভাষা দিবস পালন
পরবর্তী নিবন্ধবাংলাদেশের ইতিহাসকে জানা সহজ হবে