চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অবস অ্যান্ড গাইনি বিভাগের নতুন স্বাস্থ্য সেবা ওয়েলকাম উইম্যান গতকাল মঙ্গলবার ক্লিনিক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা পরিচালক কাজী নাজিমুল ইসলাম ও লায়ন্স জেলার ভাইস গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু। স্বাগত বক্তব্য দেন, কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর। মূল বক্তব্য উপস্থাপন করেন অবস অ্যান্ড গাইনি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সিরাজুন নুর। বক্তব্য দেন, কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, সদস্য ডা. মোহাম্মদ সারোয়ার আলম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, লায়ন্স ক্লাব অব চিটাগাং এর প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিন প্রমুখ। প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, হাসপাতালের উন্নয়নে আমার নিজের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে সম্ভব সকল সহযোগিতা করবো। উল্লেখ্য, এই ক্লিনিকটি লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের সহযোগিতা ও অর্থায়নে পরিচালিত হবে। অনুষ্ঠান উপস্থাপনা করেন অবস অ্যান্ড গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুনিরা জামাল। প্রেস বিজ্ঞপ্তি।