গাঁজা খেয়েই মাছ বিক্রেতাকে খুন

আদালতে আসামির জবানবন্দি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৬:৪০ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানাধীন বেপারীপাড়া মোড়ে মাছ বিক্রেতা মো. হারিছ খুনের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আসামি জসিম উদ্দিন। গতকাল বুধবার মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি এ জবানবন্দি দেন। জবানবন্দিতে জসিম উল্লেখ করেন, রাজিব নামের এক বন্ধুর সাথে সেদিন তিনি গাঁজা সেবন করেন। এরপর কোমরে ছোরা নিয়ে বের হন। বেপারিপাড়া মোড়ে এসে নিজেকে ‘সরকারি পাগল’ দাবি করে সবাইকে গালাগাল করতে থাকেন। ছুরি হাতে রাস্তায় চলাচলকারী যানবাহনে থাকা লোকজন ও পথচারীদেরও একে একে মারতে যান। এক সময় হারিছ তার পাগলামি থামাতে গেলে কোমরে থাকা ছোরা দিয়ে হারিছের গলায় আঘাত করেন। আদালতের নগর পুলিশের প্রসিকিউশন শাখার একটি সূত্র ও ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজাদীকে বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।
গত ২৫ জুন রাতে বেপারীপাড়া মোড়ে জসিম উদ্দিনের ছুরিকাঘাতে খুন হন মাছ বিক্রেতা মো. হারিছ। বেপারীপাড়া মোড়ের মো. বাবুল হোসেন নামের একজনের দোকানে তিনি মাছ বিক্রি করতেন। বি-বাড়িয়া জেলার আখাউড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে হারিছ পানওয়ালাপাড়া এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন। ছুরিকাঘাতকারী জসিম উদ্দিন (৩৫) বাঁশখালীর ছনুয়া এলাকার আমিন শরীফপাড়ার আব্বাস উদ্দিনের ছেলে। ঘটনার পরপর জসিমকে স্থানীয় লোকজন ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। গুরুতর আঘাতপ্রাপ্ত জসিমকে সেদিন চমেকে ভর্তি করে চিকিৎসাও দেওয়া হয়। পরে সুস্থ হলে আদালতের নির্দেশে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেতা আসলাম রিমান্ডে
পরবর্তী নিবন্ধচা দোকানের সিলিন্ডারে আগুন