গহিরা কলেজ ও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

গহিরা কলেজ ও গহিরা এ.জে.ওয়াই.এম.এস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত সোমবার সম্পন্ন হয়েছে। এদিন সকাল ও দুপুরে গহিরা কলেজ ও বিদ্যালয় মাঠে আয়োজিত দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। কলেজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড.এটিএম শাহ আলম সিকদার ও বিদ্যালয় মাঠে সভাপতিত্বে ছিলেন ডা. দীপক সরকার।

বিদ্যালয়ের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল হক। উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি কাউন্সিলর আলমগীর আলী।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধসিজেকেএস ১ম ও ২য় বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু