গল্প আহরণ কর্মসূচির চতুর্থ অধিবেশন

| রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ১২:২১ অপরাহ্ণ

অনলাইনে আহরণ কার্যক্রমের উদ্যোগ গল্প আহরণ কর্মসূচির চতুর্থ অধিবেশন গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহরণের পৃষ্ঠপোষক প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। অনুষ্ঠান আয়োজন ও সঞ্চালনায় ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিতের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব।
এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর শাহেদা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান লেখক খালেদা ইয়াসমিন ইতি ও সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর আতিক আনোয়ার চৌধুরী। বক্তব্য দেন আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম।
প্রতিযোগিতায় অংশ নেয় শাপলা দলের পক্ষে তাসিন ইসলাম ধ্রুব, ইফতেখার রেজা রহমান, দেবাঞ্জনা বড়ুয়া, শেখ নুসাইবা জান্নাত, মো. তাওশীফ নূর, আয়েশা জামান মাহিয়া, সূর্যদ্বীপ বসু নিয়োগী, সানজিদা আক্তার, উসায়ীদ বকশ্‌ এবং গোলাপ দলের পক্ষে ফাবিহা তাজরিয়ান, মো. তামজিদ হোসেন, ফাইরুজ নাওয়ার, ফিদা নুজহাত হুদা, তাসনোভা সিদ্দিকী, আল মোকাদ্দিম আহমেদ, আবরার ফাইয়াজ, অঙ্কিতা রুদ্র ও চৌধুরী ফাইরুজ মালিয়াত।
বিচারক ছিলেন রাউজান আশালতা কলেজের অধ্যক্ষ জনার্দন কুমার বনিক ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মশহুদ-উজ-জামান। সঙ্গীত পরিবেশন করেন সুপ্রিয়া চৌধুরী। প্রতিযোগিতায় বিজয়ী হয় গোলাপ দল। এছাড়া মো. তামজিদ হোসেন ১ম ও ফিদা নুজহাত হুদা দ্বিতীয় হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটির সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান