নগরীর পতেঙ্গা থানাধীন স্টলমিল খাল পাড় এলাকা থেকে উদ্ধার করা নারীর গলাকাটা লাশের পরিচয় মিলেছে। তানজিনা বেগম (২৩) নামে ওই নারী পোশাক শ্রমিকের কাজ করতেন। গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে স্টিলমিল খাল পাড় এলাকার চেয়ারম্যান গলির এক বাসা থেকে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশের ধারণা, স্ত্রী তানজিনাকে হত্যা করে স্বামী পালিয়েছে। নিহত তানজিনার গ্রামের বাড়ি নেত্রকোনার নান্দাইল উপজেলায়।
জানা গেছে, স্বামী ও ভাইকে নিয়ে এনামুলের বিল্ডিংয়ের নিচ তলায় ভাড়া বাসায় থাকতেন। তারা একটি পোশাক কারখানায় চাকরি করতেন। পারিবারিক কলহের জেরে তানজিনাকে খুন করে স্বামী পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। রাতে তানজিনার ভাই বাসায় এসে ঘর তালাবদ্ধ দেখে আরেক ভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে বাসায় ঢুকে তানজিনাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
পতেঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ওই নারীর গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নিহতের ভাই মামলা করেছেন। হত্যাকাণ্ডের পর থেকে নারীর স্বামী পলাতক। তাকে ধরতে অভিযান চলছে।