গলায় ফাঁস দিয়ে ঋণগ্রস্ত ব্যবসায়ীর ‘আত্মহত্যা’

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ নভেম্বর, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

চন্দনাইশে গলায় ফাঁস লাগিয়ে ঋণগ্রস্ত এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। তার নাম হারুনুর রশিদ (৫৫)। গতকাল বুধবার দুপুরে উপজেলার বরকল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পূর্ব পাঠানদন্ডি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব পাঠানদন্ডি গ্রামের মৃত ওসমানের ছেলে হারুনুর রশিদ একজন ব্যবসায়ী। তিনি ঋণগ্রস্ত ছিলেন। গতকাল দুপুরে ভাত খাওয়ার জন্য তার ভাইপো তানভীর () তাকে ডাকতে রুমে ঢুকে। এ সময় সে রশিদকে সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে পরিবারের সদস্যরা এসে পুলিশকে খবর দেয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল ইসলাম বলেন, এক ব্যবসায়ী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। শুনেছি ব্যবসা করতে গিয়ে ঋণগ্রস্থ হয়েছিল সে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনিষেধাজ্ঞা অমান্য করে ধরা ৪০ মণ ইলিশ এতিমখানায় বিতরণ
পরবর্তী নিবন্ধচিনি আমদানিতে শুল্ক অর্ধেক কমল