গর্তের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

দুইজনই দুই ভাইয়ের একমাত্র সন্তান

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ৩ এপ্রিল, ২০২৪ at ১০:৩১ পূর্বাহ্ণ

প্রায়ই শুকনো একটি পুকুরের একপাশ থেকে মাটি তুললে ছোট্ট একটি গর্ত তৈরি হয়। সেই গর্তের পানিতে পড়ে একই পরিবারের দুই ভাইয়ের দুই শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা দাঁতমারা ইউপির ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড় বেতুয়া এলাকায় ঘটে এ ঘটনাটি।

মারা যাওয়া শিশুরা হল ওই এলাকার সার্ভেয়ার মো. ইয়াছিনের একমাত্র পুত্র মোহাম্মদ হাদিদ () ও তার ছোট ভাই প্রবাসী মো. নাজিমের একমাত্র পুত্র মোহাম্মদ আল আমিন নাহিদ ()

পরিবার সূত্র জানায়, হাদিদ এবং নাহিদ দুই শিশু উঠানে একসঙ্গে খেলছিল। পরে বড়দের অগোচরে তারা কোনদিকে যেন চলে যায়। অনেকক্ষণ ধরে তাদের নানা জায়গায় খোঁজ করা হয়। এক পর্যায়ে বাড়ির পুকুরের কোনার গর্তে তাদের মৃতদেহ পাওয়া যায়।

মৃতদেহ সামনে রেখে শিশু হাদিদের বাবা ইয়াছিন বারবার জ্ঞান হারাচ্ছিলেন আর বলছিলেন, আল্লাহ আমার এবং আমার ভাইয়ের একমাত্র ছেলেটিকে কেন যে নিয়ে গেল? আমরা এখন কি নিয়ে বাঁচবো?

এদিকে একই পরিবারের দুই শিশুর এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধচার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধএবার দক্ষিণ চট্টগ্রামে ঈদযাত্রা কেমন হবে