গরু আনতে গিয়ে বন্যহাতির আক্রমণে চট্টগ্রামের লোহাগাড়ায় এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা মনদুলার চর ইউনুছের দোকানের সামনে উক্ত ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম সোনা জান (৬৩) তিনি উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা মনদুলার চর এলাকার কৃষক আবু মিয়ার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জানে আলম প্রকাশ জানু দৈনিক আজাদীকে বলেন, মাগরিবের পরে বাড়ির পাশের এলাকা থেকে গরু আনতে গিয়েছিলেন সোনা জান। গরু নিয়ে ফিরে আসার পথে ধানক্ষেত থেকে রাস্তায় বন্যহাতির সামনে পড়লে বন্য হাতির আক্রমণে তিনি ঘটনাস্থলেই মারা যান।
চুনতি ডলুবিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু দৈনিক আজাদীকে বলেন, বন্যহাতির আক্রমণে মৃত্যুর খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দৈনিক আজাদীকে বলেন, হাতির আক্রমণে মৃত্যুর বিষয়ে এখনো পর্যন্ত কেউ কিছুই জানায়নি। এ ব্যাপারে খোজ নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।