গরম ও ফল

দেবদ্রিতা সেন (৩২,১৭৭) | বুধবার , ২১ জুন, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

গরম, গরম, গরম

আর যে সহ্য হয় না,

ছাতা আছে মাথার উপর

তারপরও গরম কমে না।

গরমের মাঝেও আছে

নানা রকম ফল,

আম, কাঁঠাল আর লিচুতে

বাড়ায় যে বল।

হরেক রকম ফলের রসে

ভিজিয়ে রাখি মুখ,

গরমের মাঝেও যেন

পাই যে দারুণ সুখ।

পূর্ববর্তী নিবন্ধকাকতাড়ুয়া
পরবর্তী নিবন্ধএকটি মেয়ে