সীতাকুণ্ড মীরেরহাট এলাকায় এক প্রতিবন্ধী যুবককে গাছের টুকরো দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। শনিবার গভীর রাতে সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
ভোরে স্থানীয়রা ওই যুবকের লাশ দেখে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত প্রতিবন্ধী যুবক মো. বেলাল হোসেন (৩০) মীরেরহাট এলাকার জয়নাল উকিলের বাড়ির বাসিন্দা মো. আবুল কালামের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, মানসিক প্রতিবন্ধী বেলালের বাবা একসময় ব্যবসা করতেন। কিন্তু অজ্ঞাত কারণে কালের বিবর্তনে বেলালের পুরো পরিবার ক্রমশ নিঃস্ব হয়ে যায় এবং বেলাল আস্তে আস্তে হয়ে যায় মানসিক প্রতিবন্ধী। নিহত বেলালের মামা মো. আলমগীর হোসেন বলেন, সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে প্রায়ই সময় চুরি ডাকাতির মত ঘটনা ঘটে। কিন্তু চোর ও ডাকাত চক্রের অপকর্মে বাঁধা হয়ে দাঁড়িয়ে ছিল বেলাল। সে সারারাত বাজারে আপন মনে কথা বলে একাকী ঘুরাফেরা করতো। দুষ্কৃতকারীরা বাজারে রাতের বেলায় কোনো কিছু করার সুযোগ পেত না। যার কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জানান, মানসিক প্রতিবন্ধী হলেও সবাইকে চিনতো সে। যার কারণে বাজারে নৈশপ্রহরীর পাশাপাশি সেও বাজার পাহারা দিতো। স্থানীয়রা বলেন, কেউ কিছু দিলে তারপর খেতো সে। কারো কাছ থেকে চেয়ে কোনো কিছু খেতো না।
মীরেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জামশেদ আলম বলেন, বেলাল মানসিক প্রতিবন্ধী হলেও সারারাত বাজারের মধ্যে ঘুরে ঘুরে মাঝে মাঝে চিৎকার করতো আর বাজার পাহারা দিত। যার ফলে চোর, ডাকাত ও মাদক ব্যবসায়ীদের অপকর্ম পরিচালনা করতে সমস্যায় পড়তে হতো। তাই প্রাথমিক ভাবে ধারণা করছি প্রতিবন্ধী বেলালকে দুষ্কৃতরকারীরাই পরিকল্পিতভাবে হত্যা করেছে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।







