গভীর রাতে পুলিশ দেখে পালানোর চেষ্টা তিনজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ১১:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন ব্রিকফিল্ড রোড এলাকা থেকে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে নৈশ টহল চলাকালে এএসআই মাঈনুল হাসান মনির ও তার সঙ্গীয় ফোর্স ওই তিনজনকে আটক করেন। তারা হলেন, বাকলিয়া নতুন ব্রিজ এলাকার অস্থায়ী বাসিন্দা মো. ওয়াহেদুর রহমান (১৯), মো. শফিউল আলম (১৯) এবং কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার ব্রিকফিল্ড রোডের মো. নুর নবী (৪০)

পুলিশ জানায়, ওই সময় ব্রিকফিল্ড রোড এলাকায় তিনজনকে রাতের অন্ধকারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসার একপর্যায়ে তারা পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে ধাওয়া করে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা রাত্রিকালীন উপস্থিতির কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর অধ্যাদেশের ৮৮ (ডি) ধারায় অপরাধ করায় তাদেরকে একই আইনের ১০৩ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কোতোয়ালী থানায় মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগাজাবাসীর পাশে দাঁড়াতে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের আহবান
পরবর্তী নিবন্ধকেজিতে এক পয়সা কমলেও এপ্রিলে এলপিজির দাম অপরিবর্তিত