চট্টগ্রামের কিছু স্থানে রোববার বৃষ্টি হওয়ার আভাস ছিল। তবে এর আগেই গতকাল রাতে হয়ে গেছে এক পশলা বৃষ্টি। গত কয়েকদিনের তাপদাহ, তীব্র গরম, এর মাঝে বৃষ্টি এনে দিল কিছুটা স্বস্তি।
দেশের অন্যান্য বিভাগের পাশাপাশি আজ চট্টগ্রামের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের ৫ম পৃষ্ঠার ৬ষ্ঠ কলাম
কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।
গতকাল অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসবার্তায় বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুদিনও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসবার্তায় উল্লেখ করা হয়েছে।