গভর্নরদের যোগ্য নেতৃত্বের ফলেই লায়ন সদস্যরা সেবাকর্মে উজ্জীবিত হন

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১ মার্চ, ২০২৫ at ১০:৪০ পূর্বাহ্ণ

লায়ন্স জেলা ৩১৫ বি৪ বাংলাদেশ এর প্রাক্তন জেলা গভর্নরদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য লায়ন গভর্নরদের অবদান যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। একজন গভর্নর শুধুমাত্র তাঁর দায়িত্বকালীন সময়েই নয় বরং জীবনভর মানুষের জন্য কাজ করে যান। এই জেলার গভর্নররা সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তাদের পাশে একটু দাঁড়ানোর জন্য যেভাবে নিরলসভাবে কাজ করেন তার তুলনা হয় না। গভর্নরদের যোগ্য নেতৃত্বের ফলেই সাধারণ লায়ন সদস্যরা সেবাকর্মে উজ্জীবিত হন, মানুষের পাশে থাকেন।

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫বি৪ বাংলাদেশ এর প্রাক্তন জেলা গভর্নরদের সম্মানে গতরাতে নগরীর চট্টগ্রাম ক্লাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রাক্তন গভর্নরদের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। জেলা গভর্নর লায়ন কোহিনুর কামালের সভাপতিত্বে ও সম্মাননা কমিটির চেয়ারম্যান রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন অশেষ কুমার উকিলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন জেলা গভর্নরদের জীবনবৃত্তান্ত উপস্থাপন করা হয়। জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন প্রাক্তন গভর্নরদের হাতে সম্মাননা তুলে দেন। সংবর্ধিত প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে লায়ন এম আই খান, লায়ন এম এ মালেক, লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন আলহাজ্ব রফিক আহম্মেদ, লায়ন শ্রী প্রকাশ বিশ্বাস, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মো. মোস্তাক হোসাইন, লায়ন শাহ আলম বাবুল, লায়ন নাছির উদ্দিন চৌধুরী, লায়ন আল সাদাত দোভাষ, লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকীসহ প্রাক্তন লেডি গভর্নরবৃন্দ সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন মো. ইমতিয়াজ ইসলাম, জয়েন্ট কেবিনেট সেক্রেটারি লায়ন মো. জিল্লুর রহমান, জয়েন্ট ট্রেজারার লায়ন নাছির উদ্দিন, সম্মাননা কমিটির সেক্রেটারি লায়ন খোরশেদ আনোয়ার চৌধুরী, ট্রেজারার লায়ন মো. ইউছুপ চৌধুরী এমজেএফ সহ জেলা কেবিনেটের সদস্যবৃন্দ ও লায়ন্স নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লায়ন্স জেলা ক্লাব সমূহের মধ্যে চিটাগাং সেন্ট্রাল, পারিজাত এলিট, কর্ণফুলী, কর্ণফুলী এলিট, চিটাগাং, রোজ ভ্যালি ড্রিম সিটি, পারিজাত, রোদশী, স্বন্দ্বিপ, ক্লাসিক, মেট্রোপলিটন, বাকলিয়া, মহানগর, প্রেসিডেন্সি, খুলশী, ইমপেরিয়াল সিটি, কসমোপলিটন, গোল্ডেন সিটি, লিজেন্ড, পিনিক্স, কসমো ভ্যালি, বেঙ্গল সিটি, ব্লুমিং স্টার, সেন্ট্রাল শাপলা, পোর্ট সিটি, বাতিঘর, সেন্ট্রাল জুবলি, গ্রীন সিটি, চিটাগাং সিটি, রজনীগন্ধা, রেনেসাঁ, এরিস্টোক্রেট, এলেঙ, বে অব বেঙ্গলকে সম্মানিত প্রাক্তন জেলা গভর্নরবৃন্দ তাঁদের নিজ নিজ সেবা বর্ষের কলের উপর সেবা কার্যক্রমের জন্য রানিং ট্রপি প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধপদত্যাগপত্র দিলেন শিল্পকলার ডিজি
পরবর্তী নিবন্ধ৭৮৬