সাতকানিয়া উপজেলা পরিষদ মাঠে সরকারী উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, পরিবার হারিয়ে নিজের জীবন বাজি রেখে রাজনীতিতে আসা বঙ্গবন্ধুরকন্যা শেখ হাসিনা বাংলার মানুষকে পরিবার হিসেবে নিয়েছে বলেই তাঁর নেতৃত্বে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। এযাবতকালে বাংলাদেশে যত সরকার এসেছে তাদের মধ্যে তিনি সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, বিশ্বে প্রভাবশালী নারী প্রধানমন্ত্রী।শুধু অর্থনৈতিক বা অবকাঠামোগত উন্নয়ন নয়, দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় গত দশ বৎসরে সাতকানিয়া লোহাগাড়ায় হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। তিনি আগামীতেও জনগণের ভালবাসা ও সহযোগিতা নিয়ে জনগণের সেবক হয়ে জনতার পাশে কাতারে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি এম এ ইদ্রিস, নুরুল আবছার চৌধুরী, মাস্টার ফরিদুল আলম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরফাত সিদ্দিকী, জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন আরফাত, চেয়ারম্যান আবু নঈম মুহাম্মদ সেলিম চৌধুরী, লিয়াকত আলী, রুহুল্লাহ চৌধুরী, মোরশেদ আলম চৌধুরী, আসলাম সরওয়ার রিমন, মোহাম্মদ শাহজাহান, গোলাম ফেরদৌস রুবেল, এটিএম সাইফুল, হারেজ মুহাম্মদ, নার্গিস আক্তার মুন্নী, হামিদা আক্তার, সুলেখা বড়ুয়া, জিনিয়া আক্তার, আব্দুল মান্নান, রাফসান আনোয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।