গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পদুয়ায় বিজয় র‌্যালি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৬:৩০ পূর্বাহ্ণ

জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলর পদুয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে রাজারহাট বাজারসহ বিভিন্ন প্রদক্ষিণ করে শেষ হয়। এতে বিএনপির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উপজেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম মেম্বার।

উত্তরজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মুহাম্মদ জামালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন আবদুল জলিল মেম্বার, ডা. দয়াল হরিশীল, নাছির উদ্দিন নাইশ্যা, যুবদল নেতা মাহবুব আলম, মুহাম্মদ নঈম উদ্দীন, আহমদুল হক সওদাগর, দক্ষিণ রাঙ্গুনিয়া যুবদল নেতা মুহাম্মদ রাসেল হোসেন, মুহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকদল নেতা আবু মুছা, ইউনিয়ন বিএনপি নেতা নাছির উদ্দিন রঙি, ডা. আবুল মনছুর, ইউনিয়ন জিয়া মঞ্চ সভাপতি তারেক উদ্দিন, সাধারণ সম্পাদক দিদারুল আলম, উপজেলা তাঁতীদল সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার ইসলাম, জামাল উদ্দিন ডা. নেছারুল হক, ইউনিয়ন যুবদল নেতা মুহাম্মদ গিয়াস উদ্দিন, কামাল উদ্দিন, আজাদ তালুকদার, মুহাম্মদ সেলিম উদ্দিন, বিএনপি নেতা আবুল কাশেম সওদাগর, উপজেলা ছাত্রদল নেতা মুহাম্মদ রাসেল, আরজু ইসলাম রানা, শাহদাৎ হোসেন হেলেন, জয়নাল আবেদীন, নাজিম উদ্দীন কাদের চৌধুরী প্রমুখ। শেষে মিলাদ মাহফিল করা হয় এবং মোনাজাতে জিয়াউর রহমান, সালাউদ্দিন কাদের চৌধুরী এবং গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় দুই ইউপি সদস্য গ্রেপ্তার