বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ইউনিয়নের পূর্ব গণ্ডামারা এলাকা এ ঘটনা ঘটে। আহতরা হলেন আমির হামজার পুত্র মো. মোজাহের (৬০), মো. ইসহাকের পুত্র আবু সালেক (৪২) ও কোনার পাড়া এলাকার মৃত নুর আহমদের পুত্র শাহ আলম (৬০)। এর মধ্যে শাহ আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব গণ্ডামারা কোনার পাড়া এলাকায় সাবেক ইউপি সদস্য কামাল ও হোছাইন মাঝির মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল বিরোধের জের ধরে হোছাইন মাঝির লোকজন অপরপক্ষের ওপর হামলা চালায়। পুলিশ এ ঘটনায় হোছাইন মাঝিকে আটক করেছে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।











